Google search engine
HomeOthersডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর

ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর

২১ জুলাই ঢাকার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর সামাজিক মাধ্যমে দাবি উঠে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন এবং তাকে মুক্ত করে আহতদের চিকিৎসায় যুক্ত করার আহ্বান জানানো হয়।

তবে দাবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, ডা. সামন্ত লাল সেন কারাগারে নেই। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।

অনুসন্ধানে ‘জাগোনিউজ২৪’-এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদন তথ্য মতে,ডা. সামন্ত লাল সেনের ঘনিষ্ঠ একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে সরকার পতনের পর তিনি আত্মগোপনে আছেন এবং দেশেই অবস্থান করছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার বিরুদ্ধে মামলার তথ্য থাকলেও গ্রেপ্তার সংক্রান্ত কোনো ধরনের সংবাদ খুঁজে পাওয়া যায়নি ।

সুতরাং, ডা. সামন্ত লাল সেন কারাগারে আটক আছেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.jagonews24.com/health/news/1038081
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular