Google search engine
HomePoliticsডাকসু নির্বাচনের নামে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো এবং ফেনীর স্থানীয় নির্বাচনের জাল...

ডাকসু নির্বাচনের নামে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো এবং ফেনীর স্থানীয় নির্বাচনের জাল ভোটের দৃশ্য, যা বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি

আজ ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দ্রুত গতিতে ব্যালটে সিল মারার দৃশ্য দেখা যায়। ভিডিওটি দাবি করা হয় ডাকসু নির্বাচনের।

তবে অনুসন্ধানে প্রমাণ মেলে, ভিডিওটি ডাকসুর নয়। এটি আসলে ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের জাল ভোট দেওয়ার ঘটনা। ফেনী টিভি নামের স্থানীয় গণমাধ্যমে ওইদিন ভিডিওটি প্রকাশিত হয়েছিল। একইভাবে ফেসবুক পেজ ‘Feni Live’ জানায়, এটি হিছাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঘটনা।

প্রথম আলোর সেদিনের প্রতিবেদনে বলা হয়, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জাল ভোটের অভিযোগ ওঠে, এমনকি ছয়জনকে আটকও করা হয়।

অতএব, ডাকসু নির্বাচনের নামে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো এবং ফেনীর স্থানীয় নির্বাচনের জাল ভোটের দৃশ্য, যা বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/v/1JVX1ScXJZ/](https://www.facebook.com/share/v/1JVX1ScXJZ/ “‌”)

[https://www.prothomalo.com/bangladesh/7xcqqu1tu4](https://www.prothomalo.com/bangladesh/7xcqqu1tu4 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular