সম্প্রতি একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে—“জামায়াত-শিবিরের উশৃঙ্খল ও নোংরা রাজনীতিতে অসহ্য হয়ে চাঁদপুর সদর উপজেলার এক নেতা পদত্যাগ করেছেন”। ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশ-এর লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, আমার দেশ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। এটি ডিজিটালভাবে সম্পাদিত ভুয়া কার্ড। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এমন কোনো পোস্ট নেই।
ফটোকার্ডটির গ্রাফিক্স ও ফন্ট মূল আমার দেশ-এর ডিজাইন থেকে আলাদা। বিষয়টি ভুয়া উল্লেখ করে আমার দেশ ১৩ জুলাই একটি খণ্ডন পোস্টও দিয়েছে।
সুতরাং, জামায়াত নেতার পদত্যাগের দাবিতে আমার দেশের নাম ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
আমারদেশ পত্রিকার পোস্ট: