সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিবিসি নিউজ বাংলার লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে—জামায়াতে ইসলামী’র অভ্যন্তরীণ কোন্দলে গত ১৪ মাসে দেশে ৩৬০০ খুন হয়েছে এবং পুলিশ নাকি এসব ঘটনায় মামলা নিচ্ছে না। অনুসন্ধানে দেখা যায়, বিবিসি নিউজ বাংলা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি; বরং তাদের ডিজাইন নকল করে ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
বিবিসির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব—কোথাও এ ধরনের সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ছাড়া জাতীয় কোনো গণমাধ্যমেও জামায়াতে ইসলামী’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে ৩৬০০ জন নিহত হওয়ার তথ্য নেই। পুলিশ মামলা নেয় না—এ দাবিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াতের অভ্যন্তরীণ কোন্দলে ১৪ মাসে ৩৬০০ জন নিহত হয়েছে—এ দাবিতে বিবিসি বাংলার নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

