সম্প্রতি খিলক্ষেতে বিএনপির একটি কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—এটি সাধারণ জনতা কিংবা জামায়াত ও এনসিপি গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, এটি একটি সরকারি উচ্ছেদ অভিযানের অংশ। ২৬ জুন বাংলাদেশ রেলওয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহযোগিতায় কুড়িল থেকে খিলক্ষেত রেললাইন ঘেঁষা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এই অভিযানেই বিএনপির স্থানীয় কার্যালয়সহ একটি জামায়াত অফিস ও অবৈধভাবে নির্মিত একটি মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়।
জাগোনিউজ২৪, ডেইলি সান ও প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, এসব স্থাপনা রেলের জমিতে গড়ে উঠেছিল এবং রেলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় এসব উচ্ছেদ করা হয়। ভিডিওতে বা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে কোথাও জনতা বা রাজনৈতিক কর্মীদের হাতে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রমাণ নেই। অতএব, ভিডিওতে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
তথ্যসূত্র: