Google search engine
HomePoliticsজনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার...

জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের নামে কিছু ব্যক্তিগত প্রোফাইল ও পেজ লক্ষ্য করা যাচ্ছে, যেগুলো থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে আইএসপিআর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে উল্লিখিত পেজ ও আইডিগুলোকে ভুয়া এবং মিথ্যা বলে নিশ্চিত করেছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী:

‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে — ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বুধবার): সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সেনাপ্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1JndsNxQEb
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular