সম্প্রতি “গ্লোবাল হিউমার” নামক বৈঠকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—এমন দাবি করে দুটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, “মেসর্ফার” নামে আর্জেন্টিনার কোনো পররাষ্ট্রমন্ত্রী নেই; বরং ২০২৩ সালে আলোচিত ছবিগুলোতে দেখা গেছে আর্জেন্টিনার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিকে। ওই ছবি ও তথ্যের কোনো অংশেই বাংলাদেশ বা শেখ হাসিনা সংক্রান্ত কোনো আলোচনা ছিল না।
এছাড়া, “গ্লোবাল হিউমার” নামে কোনো বৈধ রাজনৈতিক বৈঠকের অস্তিত্ব নেই এবং বর্তমানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জেরার্ডো ওয়ের্থেইন। প্রচারিত দুটি ছবির একটিও বর্তমান সময়ের নয় এবং মূলত ২০২৩ সালে আর্জেন্টিনা ও আমিরাতের মধ্যে কারিগরি সহযোগিতা সংক্রান্ত এক মিটিংয়ের দৃশ্য। ছবিগুলো ভিন্ন প্রসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।