জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে একটি বিভ্রান্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের টি-শার্টে লেখা ছিল ‘দেশ চু*তে জুলাই পদযাত্রা’। তবে আলোচিত ছবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি একটি সম্পাদিত ও বিকৃত ছবি। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ১ জুলাইয়ের মূল পোস্ট এবং এনসিপির নিজস্ব ফেসবুক পেজে প্রচারিত ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, শিশিরের টি-শার্টে প্রকৃতপক্ষে লেখা ছিল—‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
তথ্যপ্রযুক্তির সহায়তায় টি-শার্টের লেখাটি পরিবর্তন করে আপত্তিকর ও মনগড়া বক্তব্য সংযুক্ত করে বিভ্রান্তিকর এই ছবি তৈরি করা হয়েছে। এমনকি এনসিপি নেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও মূল ছবিটি পাওয়া গেছে যেখানে বিকৃত কোনো লেখার চিহ্ন নেই।
সুতরাং, ছড়ানো ছবিটি ভুয়া, সম্পাদিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
আসল ছবি: