Wednesday, July 2, 2025
Test
Google search engine
HomeOthersচলমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই

সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে আরব সাগরে আমেরিকার সামরিক নৌজাহাজে হামলার ভিডিও দাবি করে একটি বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, এটি ইরানের হামলার ভিডিও নয়। ভিডিওটি ২০১৭ সালে ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে হুতি বিদ্রোহীদের হামলার দৃশ্য।

ইউরোপ ভিত্তিক গণমাধ্যম Euronews এর ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩১ জানুয়ারি প্রকাশিত ‘Two killed as Houthis attack Saudi warship off Yemen coast’ শিরোনামের ভিডিওটি ছড়ানো ভিডিওর সাথে হুবহু মিল রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর তথ্যমতে, হোদাইদা বন্দরের কাছে ওই যুদ্ধজাহাজে তিনটি আত্মঘাতী নৌকা দ্বারা হামলা হয়। এতে দুই নাবিক নিহত ও তিনজন আহত হন।

রয়টার্সের ২০১৭ সালে উক্ত ঘটনার উপর প্রতিবেদন করেছিল যেখানে একই তথ্য পাওয়া যায়। তাই চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=b_FiIq3h30o](https://www.youtube.com/watch?v=b_FiIq3h30o “‌”)

[https://www.reuters.com/…/yemens-houthis-attack-saudi…/](https://www.reuters.com/…/yemens-houthis-attack-saudi…/ “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular