গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়। এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—পুলিশ এক ব্যক্তিকে হত্যা করে লাশ গাড়িতে তুলেছে।
তবে আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি গোপালগঞ্জের নয় বরং এটি ৪ জুনের পুরোনো ভিডিও। তখন ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ড গরুর বাজারে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হয়েছিল।
‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি পেজ ও Mohammad Sajon নামের প্রোফাইল থেকে একই ভিডিও ৪ জুন পোস্ট করা হয়, যেখানে ঘটনাটি স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও ছিনতাই দমনে অভিযান চালায়—ওই ভিডিও সেই সময়ের।
সুতরাং, গোপালগঞ্জের ঘটনা দাবিতে ছড়ানো ভিডিওটি ভুয়া এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/v/19GuijUtiP/](https://www.facebook.com/share/v/19GuijUtiP/ “”)