Google search engine
HomePoliticsগাজীপুরে হৃদয় হত্যার ভিডিওকে গোপালগঞ্জে রমজান হত্যার নামে প্রচার করা মিথ্যা ও...

গাজীপুরে হৃদয় হত্যার ভিডিওকে গোপালগঞ্জে রমজান হত্যার নামে প্রচার করা মিথ্যা ও বিভ্রান্তিকর

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হন, যাদের একজন রমজান মুন্সী। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে সামাজিক মাধ্যমে দুটি ভিডিও ভাইরাল হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিও দুটি গোপালগঞ্জের নয়, বরং ২০২৩ সালের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয়কে গুলি করে হত্যার দৃশ্য।

রিভার্স ইমেজ সার্চে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে “শটগান ঠেকিয়ে গুলি করলো পুলিশ…” শীর্ষক ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য একজন কিশোরকে ধরে রেখে কাছ থেকে গুলি করে। পরে জানা যায়, নিহত কিশোরের নাম হৃদয়, যিনি টাঙ্গাইলের হলেও কোনাবাড়িতে অটোরিকশা চালাতেন।

এছাড়া, জাগোনিউজ২৪ ও বিবিসি বাংলা গোপালগঞ্জের রমজান কাজীকে নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ভিডিওর দৃশ্য ও প্রেক্ষাপট আলাদা।

ফলে, গাজীপুরে হৃদয় হত্যার ভিডিওকে গোপালগঞ্জে রমজান হত্যার নামে প্রচার করা মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular