গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে আজ ২০ জুলাই হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের চারটি সংগঠন—যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে “গাজীপুরে হরতাল পালন” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।
তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি গাজীপুরের নয় বরং ২০২৩ সালের ১৮ নভেম্বর সিলেটে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের দৃশ্য।
ভিডিওতে থাকা ‘সমকাল’ লোগো ও ‘সিলেট’ লোকেশন দেখে সমকালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত “হরতাল সমর্থনে সিলেটে বিএনপির মশাল মিছিল” ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়।
এ ছাড়া, যুগান্তর ও দেশের শীর্ষস্থানীয় অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনেও এই মিছিলের বর্ণনা ও ছবি মিলে গেছে ভাইরাল ভিডিওর সঙ্গে।
প্রতিবেদন তথ্য মতে, ২০২৩ সালের ১৮ নভেম্বর তফসিল বাতিলের দাবিতে সিলেটে বিএনপি নেতাকর্মীরা মশাল মিছিল করেন এবং পুলিশের ফাঁকা গুলির মুখে ছত্রভঙ্গ হন।
সুতরাং, গাজীপুরে হরতালের দৃশ্য বলে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং প্রকৃতপক্ষে পুরোনো বিএনপি মিছিলের।
তথ্যসূত্র:
[https://www.youtube.com/watch?v=z6n0hWl-kr0](https://www.youtube.com/watch?v=z6n0hWl-kr0 “”)
[https://www.jugantor.com/country-news/741748](https://www.jugantor.com/country-news/741748 “”)