সম্প্রতি বিএনপি নেত্রী রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে “ফকিন্নির বাচ্চা” উল্লেখ করে ছাত্রলীগের একটি প্যাড শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয় যে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা সত্যতা পাওয়া যায়নি। ছাত্রলীগের কমিটিতে থাকার দাবি ছাড়াও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।
হাসনাত আব্দুল্লাহর নাম ব্যবহার করে প্রচারিত ছাত্রলীগের প্যাডটি আসলে সম্পাদনার মাধ্যমে তৈরি করা। এটি পূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল এবং দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো সেটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে।
এ ছাড়া দৈনিক কালবেলার রিপোর্টার আমজাদ হোসাইন হৃদয় তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন, ক্যাম্পাস সাংবাদিকতা করতে গিয়ে বিগত বছরগুলোতে কখনোই হাসনাত আব্দুল্লাহকে ছাত্রলীগের রাজনীতিতে দেখেননি। বরং ক্যাম্পাসে গেস্টরুম-গণরুম ও ছাত্রলীগবিরোধী যেকোনো আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।
তথ্যসূত্র;
Amjad Hossen Hridoy

