‘ওসমান হাদির খুনির সঙ্গে সাদিক কায়েমের চায়ের আড্ডা’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি। কৃত্রিম ছবি ও ভিডিও শনাক্তকারী প্ল্যাটফর্ম AI or Not–এর বিশ্লেষণ অনুযায়ী, ছবিটি likely deepfake বলে নিশ্চিত হয়েছে।

