Google search engine
HomeOthersকাজল চক্রবর্তীর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে প্রচার করা মিথ্যা এবং বিভ্রান্তিকর

কাজল চক্রবর্তীর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে প্রচার করা মিথ্যা এবং বিভ্রান্তিকর

সম্প্রতি কিছু সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে, বাংলাদেশের চাঁদপুরে ইসলামপন্থীরা এক হিন্দু নারীকে হত্যা করেছে। এসব পোস্টের উৎস মূলত প্রো-হিন্দুত্ববাদী প্রপাগান্ডা নেটওয়ার্ক। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, ওই নারী কাজল চক্রবর্তী নিহত নন, বরং আহত হয়ে এখন সুস্থ আছেন। ভাইরাল পোস্টে ব্যবহৃত ফটোকার্ডটি “সনাতন টিভি” নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল, যেখানে লেখা ছিল “খুনের চেষ্টা”।

RTV-এর খবরে বলা হয়, চাঁদপুরে গভীর রাতে দুর্বৃত্তরা মাটি কেটে ঘরে ঢুকে গৃহবধূ কাজল রানী চক্রবর্তীকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ইউপি সদস্য মোহাম্মদ সোহেল এবং কাজলের ছেলে প্রদীপ চক্রবর্তী নিশ্চিত করেন, তিনি এখন নিরাপদে বাসায় ফিরেছেন।

ফলে, কাজল চক্রবর্তীর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে প্রচার করা মিথ্যা এবং বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://alpha.rtvonline.com/country/332847
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular