Google search engine
HomePoliticsএটি ২০২৩ সালের একটি পুরনো ঘটনার ভিডিও, যা আজকের হরতালের সঙ্গে সম্পৃক্ত...

এটি ২০২৩ সালের একটি পুরনো ঘটনার ভিডিও, যা আজকের হরতালের সঙ্গে সম্পৃক্ত করে গুজব ছড়ানো হচ্ছে

২০ জুলাই গোপালগঞ্জে গণহত্যার অভিযোগের প্রতিবাদে আওয়ামী লীগের চারটি সংগঠন হরতালের ডাক দিলে, সেই প্রেক্ষিতে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে দাবি করে একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আজকের নয় বরং ২০২৩ সালের ৩ ডিসেম্বর গুলিস্তানের ‘ভিক্টর ক্লাসিক’ নামের একটি বাসে আগুন লাগার ঘটনার। যেটা নিয়ে তখন প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছিল যার সাথে আলোচিত ভাইরাল ভিডিওটি হুবহু মিলে যায়।

প্রতিবেদন তথ্য মতে ওইদিন বিএনপির নবম দফা অবরোধ চলাকালে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছিল। আজকের দিনে একই ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে সেটিকে আওয়ামী লীগের হরতালের অংশ হিসেবে প্রচার করা হয়, যা বিভ্রান্তিকর গুজব এবং অনুসন্ধানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর সংবাদ বিশ্লেষণ করে আজ ২০ জুলাই গুলিস্তানে কোন বাসে অগ্নিসংযোগ এর ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

সবকিছু মিলিয়ে প্রমাণিত হয়, এটি ২০২৩ সালের একটি পুরনো ঘটনার ভিডিও, যা আজকের হরতালের সঙ্গে সম্পৃক্ত করে গুজব ছড়ানো হচ্ছে।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=yu_1xsUyjWM](https://www.youtube.com/watch?v=yu_1xsUyjWM “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular