সম্প্রতি ফেসবুকে “এভাবে চলছে বিএনপি, এনসিপি শিবিরের রাজনীতি” ক্যাপশন দিয়ে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংঘর্ষের নয়। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তির কাঁধে কোদাল দিয়ে আঘাত করা হচ্ছে, যা অনেকেই রাজনৈতিক সহিংসতার দৃশ্য হিসেবে প্রচার করেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, এটি ভারতীয় একটি পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় ধারণ করা দৃশ্য।
অনুসন্ধানের ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ১ জুলাই “Kashyap up35k” নামের একটি ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয় এবং ভিডিওটির লোকেশন ছিল চণ্ডীগড়, ভারত। ভিডিওর সাথে ভাইরাল ক্লিপের মিল রয়েছে ১০০ শতাংশ।
সুতরাং এটি স্পষ্ট যে, এই ভিডিওটি বাংলাদেশের এবং কোনো বাস্তব রাজনৈতিক সংঘাত নয় বরং অভিনীত দৃশ্য।
তথ্যসূত্র: