সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে আর কোনো নিরাপত্তা নেই—মানুষ নিজের ঘরে থেকেও নিরাপদ নয়। ভিডিওটির ক্যাপশনে আতঙ্ক সৃষ্টিকারী বার্তা দিয়ে সবাইকে তা শেয়ার করতে বলা হয়। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয় বরং ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি পুরনো হামলার ঘটনা।
‘Guarantee News’ নামের একটি স্থানীয় ডিজিটাল মিডিয়া ৩০ এপ্রিল ভিডিওটির দীর্ঘ সংস্করণ প্রকাশ করে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল অস্ত্রধারী লোক একটি বাড়িতে হামলা চালাচ্ছে। পরবর্তীতে ‘Uttarandhra Now’ এবং ‘M9 NEWS’-এর রিপোর্টে জানা যায়, এটি ভারতের মহাদেবপুরার একটি সম্পত্তি বিরোধ নিয়ে সংঘটিত সহিংসতা।
অর্থাৎ এটি বাংলাদেশের ঘটনা নয়, বরং ভারতের একটি স্থানীয় বিরোধের ঘটনা যা ভুল তথ্যের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করতে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র:

