সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দাবি করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ড. ইউনূসের নির্দেশে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে পুলিশ বলপ্রয়োগ করেছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
ভিডিওটি মূলত ২০২৪ সালের জুলাই থেকেই ইন্টারনেটে রয়েছে। সেটি তখন ঢাকায় যৌথবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের ভিডিও। ভিডিওটি ‘Basherkella – বাঁশেরকেল্লা’ সহ বিভিন্ন ফেসবুক পেজ এবং ব্যক্তিগত একাউন্টে ২৬ জুলাই “#StudentsUnderAttack” ক্যাপশনসহ পোস্ট করা হয়েছিল।
পোস্টগুলোর বক্তব্যে বলা হয়, সেই রাতে ঢাকার বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার, পুলিশের উপস্থিতি ও গোলাগুলির শব্দ শোনা গেছে। পাশাপাশি সেনাসদস্যদেরও পুলিশকে সহায়তা করতে দেখা গেছে বলে অভিযোগ উঠে।
এই ভিডিও একই দিন ইউটিউব ও ফেসবুকেও ছড়ানো হয়েছিল এবং এর সাথে গোপালগঞ্জে পুলিশের অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়।
সুতরাং, এটি পুরোনো ভিডিও এবং গোপালগঞ্জ বা বর্তমান সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই — দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র: