‘ওসমান হাদির ওপর হামলাকারীর গ্রেপ্তার ও বিচার হওয়ার আগে জাতীয় নির্বাচন চাই না’—এমন মন্তব্য জামায়াতের আমির শফিকুর রহমান করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিদিন খবর ২৪’ নামের একটি পেজের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, জামায়াতের আমির শফিকুর রহমান এ ধরনের কোনো মন্তব্য করেননি।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই দাবির বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে ‘প্রতিদিন খবর ২৪’ নামের পেজটি যাচাই করে দেখা গেছে, এটি কোনো নির্ভরযোগ্য বা নিবন্ধিত নিউজ পোর্টাল নয়। বরং এটি একটি অনিবন্ধিত প্ল্যাটফর্ম, যেখান থেকে এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের রেকর্ড রয়েছে।

