সম্প্রতি একটি অনলাইন পোর্টালে দাবি করা হয়েছে যে বাংলাদেশ নজিরবিহীন অরাজকতার মধ্যে পড়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানের মধ্যে তীব্র দ্বন্দ্বের কারণে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা অচল হয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, প্রমাণ বা সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষণে জানা যায়, ড. মুহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানের মধ্যে দ্বন্দ্বের কথা বলা হলেও বাস্তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, তারা বর্তমান ও পরবর্তী যেকোনো সরকারকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাবে। কোনো দায়িত্বশীল সূত্র বা স্বীকৃত গণমাধ্যমে উভয়ের মধ্যে বিরোধের তথ্য প্রকাশিত হয়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, দাবিটি যে পোর্টাল থেকে প্রচার করা হয়েছে—Daily Ajker Kantho—তা বাংলাদেশের নিবন্ধিত বা প্রথম সারির কোনো গণমাধ্যম নয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এটি মূলত আওয়ামী লীগ–ঘনিষ্ঠ একটি মিডিয়া সেল দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম, যেখান থেকে বাংলাদেশকে ঘিরে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যাচাইবিহীন কনটেন্ট প্রচার করা হয়ে থাকে।
এ ছাড়া আলোচিত প্রতিবেদনে ‘কলাপ্স স্টেট’, সামরিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক সংকটের মতো গুরুতর শব্দ ব্যবহার করা হলেও সেগুলোর পক্ষে কোনো প্রামাণ্য দলিল, আন্তর্জাতিক সংস্থার বিবৃতি বা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র উদ্ধৃত করা হয়নি।
সব দিক বিবেচনায় দেখা যায়, ড. মুহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানের দ্বন্দ্ব, রাষ্ট্রীয় শাসন অচল হয়ে পড়া কিংবা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের দাবিগুলো তথ্যভিত্তিক নয়। বরং একটি অবিশ্বস্ত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্ল্যাটফর্ম থেকে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা হিসেবে এই দাবি চিহ্নিত হয়।

