গত ৩ জানুয়ারি বিএনপি অফিসে এনএসআই প্রধানের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় বৈঠকটিকে ‘রুদ্ধদ্বার’, অর্থাৎ গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তবে প্রকৃতপক্ষে এই দাবি সঠিক নয়। আলোচিত সাক্ষাৎটি কোনো গোপন বৈঠক ছিল না; এটি ছিল সম্পূর্ণ প্রকাশ্যে অনুষ্ঠিত একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ। এনএসআই প্রধান শারীরিক অসুস্থতার কারণে এনএসআইয়ের ডিজি বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকতে পারেননি। সেই অনুপস্থিতির প্রেক্ষিতেই শোক জানানো এবং শোকবইয়ে স্বাক্ষর করাই ছিল এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য।
অতএব, এই সাক্ষাৎকে গোপন বা রাজনৈতিক বৈঠক হিসেবে উপস্থাপন করার কোনো বাস্তব ভিত্তি নেই। আলোচিত দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

