সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ‘লাশ চুরির প্রতিবাদে আন্দোলন করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিফাত’কে হ’ত্যা করে ঝুলিয়ে রেখেছে জঙ্গি সরকারের পেটুয়া বাহিনী।
হায়রে লাল স্বাধীন বাংলাদেশ!’ তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধান করলে জানা যায় দাবিটি সত্য নয়।
অনুসন্ধানে উক্ত ঘটনায় নাগরিক টিভির একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় নাগরিক টিভির প্রতিবেদন তথ্য মতে, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় ২৩ বছর বয়সী আলী সিফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিফাত এক বছর আগে ইঞ্জিনিয়ারিং শেষ করে এলাকায় টিউশন করছিল এবং তার পরিবার জানায়, সে সুস্থ ও স্বাভাবিক ছিল এবং কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। চৌধুরীহাট এলাকার একটি ভবনের ছাদে খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় এবং পকেটে একটি ছুরি পাওয়া গেছে, যা সে ঘর থেকে এনেছিল বলে পরিবার জানিয়েছে। পুলিশের ধারণা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হলেও, মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় তদন্ত চলছে।
অতএব উক্ত ঘটনার সাথে কথিত লাশ চুরি বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা দাবিগুলো ভিত্তিহীন ও গুজব।