সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, বিএনপি–জামায়াত সংশ্লিষ্টরা ময়মনসিংহে এক ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি চলতি বছরের ১৬ সেপ্টেম্বর গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধারের সময় ধারণ করা। ভিডিওর দৃশ্যের সঙ্গে ওই ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রতিবেদন হুবহু মিলে যায়। নিহত ওই নারী ছিলেন গাইবান্ধা মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমিন আরা নাজ।
একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ওই সময় ঘটনাটি বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রায় তিন মাস আগেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ফলে ময়মনসিংহে ছাত্রলীগ নেত্রী হত্যার দাবিতে গাইবান্ধার পুরোনো একটি ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা চালানো হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র:

