Google search engine
HomeOthersইদ্রিস শেখকে আন্দোলনের ঘটনায় গ্রেফতার দেখানো পোস্টটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্যের উপর...

ইদ্রিস শেখকে আন্দোলনের ঘটনায় গ্রেফতার দেখানো পোস্টটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্যের উপর গঠিত।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ছবিতে দাবি করা হয়েছে, ছবিতে থাকা বৃদ্ধ ব্যক্তি ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায়, ছবির বৃদ্ধের নাম ইদ্রিস শেখ এবং তার বয়স প্রায় ১২০ বছর। তিনি এই আন্দোলনের সঙ্গে কোনোভাবে জড়িত নন।

আসলে, তিনি ২০০৩ সালের একটি রাজনৈতিক সহিংসতার মামলায় ২০১৫ সালে ১০ বছরের সাজা পান এবং বর্তমানে সেই মামলায় কারাবন্দী। ছবিটি ‘প্রথম আলো’র ৩০ জুলাই ২০২৪ প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া, যেখানে বলা হয়েছে তিনি ২৯ জুলাই আদালতে হাজির হন।

ওই মামলায় দু’জন নিহত ও ৩০ জন আহত হয়, এবং মামলার রায়ে ইদ্রিস শেখকে গুরুতর জখমের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তাই এই বৃদ্ধের গ্রেফতার বা হাজিরা ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন।

ফলে, ইদ্রিস শেখকে আন্দোলনের ঘটনায় গ্রেফতার দেখানো পোস্টটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্যের উপর গঠিত।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=4FqZjAnNbZs](https://www.youtube.com/watch?v=4FqZjAnNbZs “‌”)

[https://www.prothomalo.com/bangladesh/s8lgopco1n](https://www.prothomalo.com/bangladesh/s8lgopco1n “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular