‘ওসমান হাদির ওপর হামলায় জামায়াত–শিবির জড়িত’ শিরোনামে জনপ্রিয় দৈনিক কালবেলা–র ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।
ফটোকার্ডে উল্লেখিত তারিখ অনুযায়ী কালবেলা–র অফিসিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান চালিয়ে উক্ত শিরোনামের কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে একই ডিজাইনের একটি ভিন্ন ফটোকার্ড কালবেলা–র অফিসিয়াল পেজে পাওয়া গেছে, যার শিরোনাম ছিল—‘উসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক’।
মূলত এই আসল ফটোকার্ডটি ডিজিটাল সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত বিভ্রান্তিকর ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/1CXsfBQ6H1/](https://www.facebook.com/share/p/1CXsfBQ6H1/ “”)

