‘মুসলিম হয়েও যারা দাড়িপাল্লায় ভোট দেবে না, তারা কাফের : কৃষ্ণ নন্দী’—এমন শিরোনামে দৈনিক যুগান্তরের ডিজাইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, জামায়াতে ইসলামের প্রার্থী কৃষ্ণ নন্দী মুসলিমদের সম্পর্কে এ ধরনের কোনো মন্তব্য করেননি।
দেশের শীর্ষস্থানীয় কোনো গণমাধ্যমেই উক্ত দাবির পক্ষে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রেও এমন বক্তব্যের সত্যতা মেলেনি।
অনুসন্ধানে ধারণা করা যাচ্ছে, আলোচিত ফটোকার্ডটি মূলত ৩ ডিসেম্বর প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটালভাবে বিকৃত করে তৈরি করা হয়েছে। ফলে কৃষ্ণ নন্দীর নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
সম্ভাব্য আসল ফটোকার্ড:https://www.facebook.com/share/p/1AGi1KBkGZ/

