Google search engine
HomePoliticsআলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত

আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শেখ হাসিনাকে ঘিরে “তিনি এখন ভারতের এমপি হতে পারবেন” —এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে

তবে আলোচিত ফটো কার্ডটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডটি ‘আওয়াজ তুলুন’ নামের একটি ফেসবুক পেজ থেকে সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। মূল ফটোকার্ডে ছিল “শেখ হাসিনার বিষয়ে একি বার্তা দিলেন রাহুল গান্ধী”।

অনুসন্ধানের জানা যায় যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, “আমি শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চাই না।” মূলত শেখ হাসিনার বিষয়ে রাহুল গান্ধীর এটাই মন্তব্য ছিল। তাছাড়া মূলধারার বাংলা ও আন্তর্জাতিক গণমাধ্যমে রাহুলের কথায় শেখ হাসিনা ভারতের এমপি হওয়ানা সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অতএব, আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/1PMjSRdXfG
https://www.bvnews24.com/international/news/177460
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular