সম্প্রতি একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নাকি বলেছেন, “মহিলা সমন্বয়কদের ঘরে প্রতি মাসে একটা করে আবরার ফাহাদ জন্ম নেবে”। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই মন্তব্য তিনি করেননি এবং ভাইরাল হওয়া ফটোকার্ডটি ডিজিটালভাবে বিকৃত করা হয়েছে।
মূল ফটোকার্ডটি দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে ৯ জুলাই প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল “কুষ্টিয়ার ঘরে ঘরে আবরার ফাহাদ জন্ম নেবে: নুসরাত তাবাসসুম”। পরে এই কার্ডটির শিরোনাম বিকৃত করে “মহিলা সমন্বয়কদের ঘরে…” বাক্যাংশ যুক্ত করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা হয়, যেখানে জনকণ্ঠের লোগোও সরিয়ে ফেলা হয়েছে। যমুনা টিভি ও ডিবিসি নিউজসহ বিভিন্ন মাধ্যমে তার প্রকৃত বক্তব্য পাওয়া গেলেও কোথাও এই বিকৃত মন্তব্যের উপস্থিতি নেই।
নুসরাত তাবাসসুমের প্রকৃত বক্তব্যে তিনি উল্লেখ করেন, এনসিপির নেতারা শহীদ আবরার ফাহাদের পরিবারের কাছে গিয়ে দোয়া চেয়েছেন এবং তারা বিশ্বাস করেন, কুষ্টিয়ার ঘরে ঘরে আবরারের মতো সাহসী দেশপ্রেমিক জন্ম নেবে। কোনোভাবেই তিনি “মহিলা সমন্বয়ক” বা “প্রতি মাসে” জাতীয় কোনো বক্তব্য দেননি।
অতএব আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।
তথ্যসূত্র
[https://www.facebook.com/share/p/16pEHCybgt/](https://www.facebook.com/share/p/16pEHCybgt/ “”)
[https://www.dailyjanakantha.com/bangladesh/news/830560](https://www.dailyjanakantha.com/bangladesh/news/830560 “”)