সম্প্রতি “জুলাই আহতদের নামে রাস্তা অবরোধকারীরা সবাই মাদকাশক্ত, মাদকের টাকার জন্যই আন্দোলন”—এই শিরোনামে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা গেছে, আরটিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এধরনের কোনো মন্তব্যও করেননি।
আলোচিত ফটোকার্ডে আরটিভির ডিজাইন, লোগো ও ১ আগস্ট ২০২৫-এর তারিখ ব্যবহৃত হলেও, আরটিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে তেমন কোনো কনটেন্টের অস্তিত্ব নেই।
এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ফন্ট আরটিভির মূল ফন্টের সঙ্গে মেলে না, যা ডিজিটাল কারসাজির ইঙ্গিত দেয়। পাশাপাশি অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যমেও এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
অতএব, আরটিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
আরটিভির আসল ফটোকার্ড ডিজাইন :