আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আবারও সক্রিয়। এবার তারা দাবি করছে, প্রধান বিচারপতি মার্কিন রাষ্ট্রদূতের বাসায় গিয়ে দেখা করেছেন!
দেশের শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন রাষ্ট্রদূত নিজেই প্রধান বিচারপতির বাসভবনে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ — প্রধান বিচারপতি অতিথি নন, তিনি হোস্ট।
প্রমাণ #১ — আরবি ক্যালিগ্রাফি
সাক্ষাতের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে দেয়ালে আরবি ক্যালিগ্রাফির ফ্রেম টাঙানো আছে। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এমন কিছু থাকার সম্ভাবনা প্রায় শূন্য। এটি প্রধান বিচারপতির বাসায় থাকা একেবারেই স্বাভাবিক দৃশ্য।
প্রমাণ #২ — গিফট ব্যাগ
বিদায়ের সময়ের ছবিতে দেখা যায়, মার্কিন কর্মকর্তাদের হাতে একই ডিজাইনের গিফট ব্যাগ রয়েছে, অথচ প্রধান বিচারপতির হাতে কিছু নেই। এর মানে অতিথিরা উপহার নিয়ে যাচ্ছেন, হোস্ট উপহার দিচ্ছেন।
প্রমাণ #৩ — অভ্যন্তরীণ পরিবেশ
যারা প্রধান বিচারপতির বাসভবনে গেছেন, তারা মুহূর্তেই চিনবেন এটি তার অফিসিয়াল বাসা। কাঠামো, সাজসজ্জা ও কক্ষের বিন্যাস — সবই মিলে যাচ্ছে।
এত স্পষ্ট প্রমাণ থাকার পরও কয়েকটি সন্দেহজনক ওয়েবসাইটে “আমেরিকার রাষ্ট্রদূতের বাসভবনে প্রধান বিচারপতির বৈঠক” শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। তারপর সেই ভুয়া খবরকে ফেসবুকে শেয়ার করে চালানো হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা।

