সম্প্রতি “শেখ হাসিনা কে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আন্তর্জাতিক আদালত আলহামদুলিল্লাহ”—এই ক্যাপশনে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। ফেসবুকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণেও এমন কোনো বিশ্বাসযোগ্য উৎস পাওয়া যায়নি।
আন্তর্জাতিক আদালত বলতে সাধারণত বোঝানো হয় International Court of Justice (ICJ), যা রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে, ব্যক্তিকে বৈধ ঘোষণা করার এখতিয়ার তাদের নেই।
আন্তর্জাতিক আদালতের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব বা এক্স অ্যাকাউন্টেও শেখ হাসিনা-সংক্রান্ত এমন কোনো ঘোষণা নেই।
অতএব, “আন্তর্জাতিক আদালত শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছে”—এই দাবিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।