সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নাকি বলেছেন, “ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চায় না।” তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এটি আসলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বক্তব্য, যা দুদু তার সমালোচনার অংশ হিসেবে উদ্ধৃত করেছেন। ৯ এপ্রিল নয়াদিল্লিতে রাইজিং ইন্ডিয়া সম্মেলনে জয়শঙ্কর ওই মন্তব্য করেন।
পরদিন ১০ এপ্রিল দুদু তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক মিনিটের একটি ভিডিওতে এই বক্তব্যকে উদ্ধৃত করে জবাব দেন, যেখানে তিনি বলেন, “মায়ের থেকে মাসির দরদ বেশি, তাকে কী বলে? ডায়নি।” এরপর তিনি জয়শঙ্করের বক্তব্যকে ব্যঙ্গ করে ভারতের নির্বাচন হস্তক্ষেপ এবং ফ্যাসিজম সমর্থনের অভিযোগ তোলেন।
মূলত ভিডিওটির খণ্ডিত অংশ কেটে তা দুদুর বক্তব্য হিসেবে বিভ্রান্তিকর ভাবে প্রচার করা হয়েছে। ফলে প্রচারিত দাবি যে “দুদু ভারতের থেকে বেশি কেউ বাংলাদেশের ভালো চায় না বলেছেন”—তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/v/16Yxw9TcJT/](https://www.facebook.com/share/v/16Yxw9TcJT/ “”)
[https://bangla.thedailystar.net/news/bangladesh/news-665016v](https://bangla.thedailystar.net/news/bangladesh/news-665016v “”)