Google search engine
HomePoliticsভাইরাল ভিডিওটি জুলাই অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তির নয়, বরং একজন ভারতীয় চোরাকারবারির

ভাইরাল ভিডিওটি জুলাই অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তির নয়, বরং একজন ভারতীয় চোরাকারবারির

সম্প্রতি “আমাদের জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধারা বিদেশ থেকে চিকিৎসা করে আসার সময় কিছু লাল পানি আনছেন” শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি জুলাই অভ্যুত্থানে আহত কোনো বাংলাদেশি নন, বরং তিনি নজরুল হক নামের একজন ভারতীয় নাগরিক। চলতি বছরের ১৭ মার্চ কলকাতা থেকে ঢাকায় আসার সময় তিনি রোগীর ছদ্মবেশে অভিনব কৌশলে লুকিয়ে আনা মদ ও কসমেটিকসসহ ধরা পড়েন। এই ঘটনা নিয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিল।

সেই সমস্ত প্রতিবেদন তথ্য মতে, নজরুল হকের কাছ থেকে ২০ কেজি কসমেটিকস, ৪ লিটার মদ, ৩টি মোবাইল ও ৭টি কাপড় উদ্ধার করা হয়। অর্থাৎ, ভাইরাল ভিডিওটি জুলাই অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তির নয়, বরং একজন ভারতীয় চোরাকারবারির। ফলে এ ভিডিও ব্যবহার করে যে দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

তথ্যসূত্র:

[https://shorturl.at/HUHu2](https://shorturl.at/HUHu2 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular