অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ১৮ মে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করার ঘটনার পর সামাজিক মাধ্যমে দাবি উঠেছে, এ ঘটনাকে ‘বিব্রতকর’ বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই মন্তব্য করেননি আসিফ নজরুল বরং করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফারুকীর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ মে দুপুরে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।”
এর বিপরীতে আসিফ নজরুলের কোনো ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পোস্ট, অনলাইন ফুটপ্রিন্ট বা গণমাধ্যমে এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে ভুলভাবে ফারুকীর মন্তব্যকে আসিফ নজরুলের নামে চালিয়ে দেওয়া হয়। ফলে এটি পরিষ্কার, নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে আসিফ নজরুল কোনো মন্তব্য করেননি।