Google search engine
HomeOthersএটি কোনো বাস্তব মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি আসবাব নয়, বরং একটি কল্পনাভিত্তিক...

এটি কোনো বাস্তব মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি আসবাব নয়, বরং একটি কল্পনাভিত্তিক শিল্পকর্ম। অতএব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব

সম্প্রতি “মানুষ থেকে আসবাব: ইতিহাসের অন্যতম বিকৃত মানসিকতার গল্প” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যেখানে একটি চেয়ারকে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি বলে দাবি করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, এটি আসলে কায়লা এরেনা নামের এক শিল্পীর তৈরি একটি হরর-থিমযুক্ত শিল্পকর্ম, যেটি “এড গেইন চেয়ার” নামে পরিচিত। ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে দেখা যায়, ২০১৬ সালের ২২ মে কায়লা তার ফেসবুক পেজে চেয়ারটির ছবি প্রকাশ করেন এবং জানান এটি তার সবচেয়ে জনপ্রিয় ও বিক্রিত কাজগুলোর একটি।

এই চেয়ার কোনো আসল মানুষের দেহাংশ দিয়ে তৈরি নয়; এটি সম্পূর্ণরূপে কৃত্রিম উপাদানে নির্মিত একটি হরর-আর্ট। কায়লার ফেসবুক পেজে অনুরূপ আরও কিছু শিল্পকর্ম দেখা যায়, যেগুলো বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। এড গেইন ছিলেন একজন কুখ্যাত আমেরিকান সিরিয়াল কিলার, যার গল্প থেকে অনুপ্রাণিত হয়েই এই থিমেটিক চেয়ারটি তৈরি করা হয়েছে।

সুতরাং এটি কোনো বাস্তব মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি আসবাব নয়, বরং একটি কল্পনাভিত্তিক শিল্পকর্ম। অতএব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/193r34gseD
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular