সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ দাবি করে যে, বাংলাদেশ কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত অঞ্চলকে ‘সামরিক অভিযান এলাকা’ ঘোষণা করতে যাচ্ছে। প্রতিবেদনে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ না করেই বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়।
এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত গুজব হিসেবে আখ্যায়িত করে।
সেনাবাহিনীর ভাষ্যমতে, “ভারতীয় সংবাদমাধ্যম Northeast News-এ প্রকাশিত প্রতিবেদনটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সংগঠিত অপচেষ্টা। এতে সেনাবাহিনীকে বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসী গোষ্ঠীর মদদদাতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা, কল্পনাপ্রসূত ও বিদ্বেষমূলক।”
তারা আরও জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতীয় স্বার্থে কখনো আপস করেনি—ভবিষ্যতেও করবে না।”
অতএব, Northeast News-এর করা এই প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন একটি গুজব ছাড়া কিছু নয়।
Bangladesh Army: https://www.facebook.com/share/p/1AQwncSMAz/