সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশেষ করে আওয়ামী লীগের ফেসবুক গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে যে, নেত্রকোনণায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্ন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কুচক্রী মহল এহেন গুজব ছড়াচ্ছে মর্মে প্রতীয়মান।