সম্প্রতি “৫ আগস্টের আগে ভারতীয় ‘র’-এর সাথে যোগাযোগ ছিল, তবে এখন আমার কোনো যোগাযোগ নেই” শীর্ষক যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং যমুনা টেলিভিশনও এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলত যমুনার পূর্বে প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড ডিজিটালভাবে সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যমুনার অফিসিয়াল ফেসবুক পেজে ২৪ মে প্রকাশিত একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ভুয়া ফটোকার্ডের হুবহু মিল রয়েছে, তবে ওই আসল ফটোকার্ডের শিরোনাম ছিল: ‘প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকার এখন বিতর্কিত, তাদের পদত্যাগ চায় বিএনপি’। অথচ ভুয়া কার্ডে এই লেখার স্থানে ‘ভারতীয় র’-এর সাথে যোগাযোগ’ সংক্রান্ত বক্তব্য এডিট করে বসানো হয়েছে।
যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো শিরোনামের অস্তিত্ব নেই। ফটোকার্ডে যমুনার লোগো ও অন্যান্য উপাদান থাকলেও মূল বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অনুসন্ধানে এটি একটি সম্পাদিত ও মিথ্যা ফটোকার্ড প্রমাণিত হয়েছে। অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত উক্ত ফটোকার্ডটি ভুয়া ও সম্পাদিত।