সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “রাজধানী থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার”—এই শিরোনামে একটি বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। অনুসন্ধানে জানা গেছে, ভুয়া এই তথ্য একটি অনির্ভরযোগ্য ওয়েবসাইট “Priyo Bangla24” থেকে ছড়ানো হয়, কিন্তু সেই প্রতিবেদনেও কোথাও আসাদুজ্জামান খানের গ্রেফতারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা নেই। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়ায় আসাদুজ্জামান খানের একটি লাইসেন্সকৃত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—কিন্তু তাকে গ্রেফতারের কোনো প্রমাণ মেলেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা সরকারের কোনো সংস্থাও এ বিষয়ে গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি। বরং আসাদুজ্জামান খানের মতো একজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হলে তা নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন পাওয়া যেত। এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্ল্যাটফর্ম থেকেও এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি।
সব মিলিয়ে বলা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারের প্রচারিত দাবিটি একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিমূলক গুজব।