আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার বিচারকার্য শুরু হয়, যা বিটিভিতে সরাসরি সম্প্রচারও হয়। এই বিচারকার্যের সঙ্গে সংযুক্ত করে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ২০২৪ সালের ১ জুনের নয়; বরং একই বছরের ১৫ অক্টোবরের ভিন্ন একটি ঘটনার।
উক্ত ভিডিওটি ঢাকার সিএমএম আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভের দৃশ্য, যেখানে ফারুক খান ও আবদুর রাজ্জাককে আদালতে হাজির করা হলে ২০–২৫ জন আইনজীবী ও কয়েকজন যুবক স্লোগান দেন।
চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ওই ভিডিও আপলোড করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই ভিডিওটি সংগ্রহ করে সাম্প্রতিক ঘটনার সঙ্গে সংযুক্ত করে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করা হচ্ছে।
অতএব, সাত মাস আগের একটি ভিডিওকে বিভ্রান্তিকর সময়সংযোগ দিয়ে শেখ হাসিনার বিচারকার্যের অংশ হিসেবে উপস্থাপন করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র:
চ্যানেল ২৪: https://www.youtube.com/watch?v=2asRR3qbFiQ