অনুসন্ধানে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “গরুর যে বুদ্ধি আছে সেই ন্যূনতম বুদ্ধিটুকুও ড. ইউনুসের নেই: উপদেষ্টা ফরিদা” শিরোনামের ফটোকার্ডটি সম্পূর্ণভাবে ভুয়া ও ডিজিটালি সম্পাদিত বলে প্রমাণিত হয়েছে। এই ফটোকার্ডটি “সময়-এর কণ্ঠস্বর” নামক অনলাইন পোর্টালের ডিজাইন অনুকরণে তৈরি হলেও তারা এ ধরনের কোনো সংবাদ, ফটোকার্ড বা মন্তব্য কখনো প্রকাশ করেনি। যাচাই করে দেখা গেছে, ৩১ মে তারিখে সময়-এর কণ্ঠস্বর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিন্ন ফটোকার্ড প্রকাশ করেছিল যেখানে বলা হয়, “গরুর যে বুদ্ধি আছে, সেটাও অনেক মানুষের নেই”—কিন্তু সেখানে ড. ইউনুসের নাম একবারও উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে সেই আসল ফটোকার্ডের শিরোনাম ও ছবির সঙ্গে কারসাজি করে উদ্দেশ্যমূলকভাবে ড. ইউনুসকে ছোট করে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য জুড়ে দেয়া হয়। সময়-এর কণ্ঠস্বরের কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে বা কোন বিশ্বাসযোগ্য গণমাধ্যমে এই বক্তব্যের প্রমাণ নেই।
অতএব আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।
তথ্যসূত্র :
আসল ফটোকার্ড: https://www.facebook.com/share/p/14Er37GsoPq/