Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsশারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতিতে আছেন, রিজভী কোনো পদত্যাগ করেননি

শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতিতে আছেন, রিজভী কোনো পদত্যাগ করেননি

প্রচারিত দাবির সাথে সংযুক্ত ব্লগপোস্ট সাইটে প্রবেশ করে দেখা যায়, “সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে পদ ছাড়লেন রুহুল কবির রিজভী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, দলীয় অভ্যন্তরীণ মতবিরোধের কারণে রিজভী পদত্যাগ করেছেন। তবে প্রতিবেদনের শেষাংশে রিজভীর ঘনিষ্ঠজনদের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, তিনি কেবল শারীরিক অসুস্থতার কারণে সাময়িক বিরতিতে আছেন, কোনো পদত্যাগ করেননি। প্রতিবেদনের একেবারে শেষ লাইনে এই পদত্যাগের দাবিকে গুজব বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত সাইটটি একটি ফ্রি ব্লগপ্ল্যাটফর্ম, যার কোনো তথ্যগত গ্রহণযোগ্যতা নেই এবং কিছুক্ষণ পরেই প্রতিবেদনটি অনলাইনভিত্তিক অটোমেটেড জোয়ার সাইটে স্থানান্তরিত হয়।

সত্যতা যাচাই করতে গিয়ে গণমাধ্যমে রিজভীর পদত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ২৪ এপ্রিল দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে তার সক্রিয় রাজনৈতিক ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে, রিজভীর পদত্যাগ সংক্রান্ত প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলেই প্রতীয়মান হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন:

https://shorturl.at/R76fC
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular