সম্প্রতি, “জনগণ বিএনপিকে ভোট না দিলেও বিএনপির নেতা-কর্মীর ভোটেই জিতে যাবে বিএনপি – দুদু” শিরোনামে একটি ফটোকার্ড ভাইরাল হয়, যাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ছবি ব্যবহৃত হয়েছে।
তবে আলোচিত ফটো কাটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। ফটোকার্ডে কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যমের লোগো বা নাম ছিল না, যা থেকে নিশ্চিত হওয়া যায় এটি ভুয়া।
অনুসন্ধানে দেখা গেছে, বার্তা বাজার নামের একটি গণমাধ্যম ২৯ মে “নির্বাচনের ডেট না দিলে, বিএনপিই ডেট দিয়ে দেবে : দুদু” শিরোনামে একটি ভিন্ন ফটোকার্ড প্রকাশ করে, যেটিকে ডিজিটালি বিকৃত করে বিভ্রান্তিকর কার্ডটি বানানো হয়েছে।
শামসুজ্জামান দুদু ওই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন নির্ধারণের আহ্বান জানালেও, আলোচিত ভুয়া মন্তব্যের মতো কিছু বলেননি। কীওয়ার্ড সার্চেও এমন মন্তব্যের এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই এটি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি ভিত্তিহীন, বানোয়াট ও গুজব।
তথ্যসূত্র:
[https://bartabazar.com/news/144708/](https://bartabazar.com/news/144708/ “”)