Google search engine
HomePoliticsরাহুল আনন্দের বাড়িতে ইসলামি চরমপন্থীদের অগ্নিসংযোগ ও তাকে দেশ ছাড়ার দাবির অভিযোগটি...

রাহুল আনন্দের বাড়িতে ইসলামি চরমপন্থীদের অগ্নিসংযোগ ও তাকে দেশ ছাড়ার দাবির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবমাত্র।

বাংলাদেশি গায়ক রাহুল আনন্দের বাড়িতে ইসলামী চরমপন্থী জনতার হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং তাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি সংক্রান্ত কিছু পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির অনুসন্ধানে দেখা গেছে, তথ্যগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।

মূল ঘটনা হলো, গত বছর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে সংঘটিত একটি অগ্নিকাণ্ডের আগুন পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই বাড়িটিতে গায়ক রাহুল আনন্দ পরিবারসহ ভাড়া থাকতেন এবং সেখানেই তার একটি মিউজিক স্টুডিও ছিল। আগুনে তার বাড়ি ও স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়, তবে এ ঘটনার সঙ্গে কোনো সাম্প্রদায়িক আক্রমণের সম্পর্ক নেই এবং রাহুল আনন্দের বাড়ি এ অগ্নিকাণ্ডের লক্ষ্যবস্তুও ছিল না।

রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ তার একটি ফেসবুক পোস্টে জানান, এই ঘটনার সঙ্গে রাহুলের ধর্ম, বর্ণ, জাত বা সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। পোস্টটি রাহুল আনন্দের ‘জলের গান’ ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়। সেখানে তিনি অনুরোধ করেন, এ বিষয়ে যেন কেউ গুজব না ছড়ায়।

আসলে বঙ্গবন্ধু মিউজিয়ামের ঠিক পাশেই রাহুল আনন্দের ভাড়া বাসা হওয়ায় অগ্নিকাণ্ডে তা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় আন্দোলনকারীরাই রাহুল ও তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যেতে সহায়তা করেন।

সুতরাং, রাহুল আনন্দের বাড়িতে ইসলামি চরমপন্থীদের অগ্নিসংযোগ ও তাকে দেশ ছাড়ার দাবির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবমাত্র।

তথ্যসূত্র:

Joler Gaan: https://www.facebook.com/share/p/1CFDXJXADA/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular