Monday, June 23, 2025
Test
Google search engine
HomePoliticsযেখানে তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের কথা বলেছেন। সবদিক বিবেচনায়, আলোচিত...

যেখানে তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের কথা বলেছেন। সবদিক বিবেচনায়, আলোচিত ফটোকার্ডটি ভুয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর

সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ঘিরে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—তিনি নাকি বলেছেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলন করবে।” ফটোকার্ডটিতে মানবজমিন পত্রিকার লোগো ও ডিজাইন ব্যবহার করা হলেও অনুসন্ধানে দেখা গেছে, এটি মূলত ডিজিটালভাবে সম্পাদিত একটি ভুয়া কার্ড।

মূলত ৩১ মে মানবজমিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে ফটোকার্ডটি প্রকাশ করে, সেখানে সালাহউদ্দিন আহমদ বলেন, “ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো কারণ নেই।” অথচ ভুয়া ফটোকার্ডে ওই বক্তব্য বিকৃত করে আওয়ামী লীগকে সাথে নেওয়ার মিথ্যা তথ্য সংযোজন করা হয়েছে।

ফ্যাক্টচেক অনুসন্ধানে আরও দেখা গেছে, ফটোকার্ডের ছবি ও ডিজাইন মূল কার্ডের সঙ্গে হুবহু মিললেও শুধুমাত্র শিরোনামটি পরিবর্তন করা হয়েছে। মানবজমিন তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো বক্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেনি।

এছাড়া বিভিন্ন সংবাদ উৎস ও কী-ওয়ার্ড সার্চেও সালাহউদ্দিন আহমদের এমন কোনো বক্তব্য বা মন্তব্যের সত্যতা মেলেনি, যেখানে তিনি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের কথা বলেছেন। সবদিক বিবেচনায়, আলোচিত ফটোকার্ডটি ভুয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

আসল ফটোকার্ড: https://www.facebook.com/share/p/1Nmbmpis69/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular