Google search engine
HomeOthersযমুনা টেলিভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সম্পাদিত

যমুনা টেলিভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সম্পাদিত

সম্প্রতি ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমার সব শেষ করে দিচ্ছে ইরান।” ফটোকার্ডটিতে যমুনা টেলিভিশনের লোগো থাকলেও অনুসন্ধানে এটি সম্পূর্ণ ভুয়া এবং সম্পাদিত বলে প্রমাণিত হয়েছে।

কারণ অনুসন্ধানে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এমন কোনো শিরোনাম বা বক্তব্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, যমুনা টিভি ১৫ জুন “ইরানি হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর” শীর্ষক একটি ফটোকার্ড প্রকাশ করেছিল যার ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন হুবহু মিলে যায়, মূলত যমুনা টিভির সেই অফিসিয়াল ফটোকার্ড থেকে শুধু শিরোনাম পরিবর্তন করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

নেতানিয়াহুর আসল বক্তব্য ছিল, ইরানকে বেসামরিক হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে, কিন্তু ফটোকার্ডে তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও দাবিকৃত বক্তব্যটির কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি।তাই স্পষ্ট যে, যমুনা টেলিভিশনের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সম্পাদিত ।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/1ArPT1qKwN/](https://www.facebook.com/share/p/1ArPT1qKwN/ “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular