সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পটুয়াখালীতে তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে। Kamal Gazi নামক একটি ফেসবুক একাউন্ট থেকে দাবিটি করা হয় কিন্তু উক্ত ভিডিওর সাথে ঘটনাটির প্রেক্ষাপট পরিষ্কার না করায় তা নিয়ে জনগণের ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে আলোচিত ঘটনাটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি মূলত পারিবারিক বিষয়। জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তি মেয়ের বাবা।
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম আর টিভি নিউজের প্রতিবেদন তথ্য মতে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায় শনিবার রাতে এক তরুণীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তরুণীকে কয়েকজন মিলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। জানা যায়, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী ও কামাল গাজী নামের এক ছাত্রলীগ কর্মীর প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক অসম্মতিতে ২০ জুন তারা পালিয়ে বিয়ে করে।
এরপর মেয়েটি স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। তবে শনিবার রাতে মেয়েটির বাবা স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে সঙ্গে নিয়ে কামালের বাড়িতে যান এবং মেয়েটিকে জোর করে নিয়ে আসেন। ঘটনার ভিডিওটি কামাল গাজী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশবাসীর সহানুভূতি কামনা করেন। রাঙ্গাবালী থানার ওসি এমারত হোসেন জানিয়েছেন, ঘটনাটি রাজনৈতিক নয় বরং পারিবারিক। মেয়ের বাবার আপত্তির কারণে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
তথ্যসূত্র: