সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।” এই ফটোকার্ডটি ডিবিসি নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করে তৈরি করা হলেও অনুসন্ধানে প্রমাণ মেলে যে, ডিবিসি এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ৩০ মে ডিবিসি নিউজ তাদের ফেসবুক পেজে “শুধু বিএনপি নয়, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায়” শীর্ষক একটি ফটোকার্ড প্রকাশ করে, যেটি ডিজিটালভাবে বিকৃত করে সালাহউদ্দিনের নামে ভুয়া বক্তব্য জুড়ে তৈরি করা হয়েছে বিতর্কিত ফটোকার্ডটি।
এই বিকৃত ফটোকার্ডে ছবির দিক ও শিরোনাম পরিবর্তন করে বিভ্রান্তিকর বার্তা উপস্থাপন করা হয়, অথচ কোনো বিশ্বস্ত গণমাধ্যমে বা সালাহউদ্দিন আহমেদের বক্তব্যে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। মূল বক্তব্য এবং ফটোকার্ড বিকৃতি—দুটিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো, যার ফলে এটি নিঃসন্দেহে ভুয়া এবং সম্পাদিত প্রমাণিত।
তথ্যসূত্র:
আসল ফটোকার্ড:https://www.facebook.com/share/p/19qrkA4R6E/