আলোচিত ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ‘আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | ২০ এপ্রিল ২০২৫’ শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও রয়েছে। মূলত সেখান থেকেই প্রচারিত ভিডিওর ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে সম্পূর্ণ ভিডিও পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, মির্জা ফখরুলের বক্তব্যের সময় কোথাও ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান দেওয়া হয়নি। বাস্তবে, বিএনপির ফেসবুক পেজ থেকে ভিডিও সংগ্রহ করে তা কর্তন ও সম্পাদনা করে ওই স্লোগান যুক্ত করা হয়েছে। ফলে স্পষ্ট যে, প্রচারিত ভিডিওটি সম্পাদিত ও বিভ্রান্তিমূলকভাবে তৈরি করা হয়েছে।
প্রকৃত ভিডিও: